1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
'স্কুইড গেম'-এর তৃতীয় সিজন আসছে এ বছরেই! — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন আসছে এ বছরেই!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১০ বার পঠিত

বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ছিল এটি। আর মুক্তির পর দর্শক উন্মাদনাও দেখা গেল তেমন। দক্ষিণ কোরিয়ার সারভাইভাল থ্রিলার ‘স্কুইড গেম’ দ্বিতীয় সিজনেও তুমুল সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ভাগ্যবদল আর মৃত্যুর খেলা নিয়ে আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে এসে তোলপাড় ফেলে দিয়েছে নেটফ্লিক্সের সেরা এই আবিষ্কার।

ফের দর্শক মাতিয়ে নেটফ্লিক্সের শীর্ষস্থান দখল করে স্কুইড গেম। এরপরই আসে সুখবর! ঘোষণা হয় তৃতীয় সিজনের। ঘোষণা মতে, এ বছরই আসছে সিরিজটির তৃতীয় সিজন। প্রথমে গুঞ্জন শোনা যায়, এ বছর ২৭ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন। তবে এখন সম্ভাব্য তারিখ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

রিপোর্ট এবং শোটির নির্মাতা হেং ডং হিউক জানিয়েছেন, মানুষ বুঝতেও পারছেন না, কত তাড়াতাড়ি এর ‘সিজন ৩’ আসতে চলেছে। গুজব এমনই রয়েছে, এবছরের মাঝে কিংবা শেষের দিকে রিলিজ হতে পারে। বেশিরভাগ এমনই দাবি করছেন জুন বা জুলাই মাসে দেখা যেতে পারে এই সিরিজের তৃতীয় সিজন।

অনেকেই দাবি করছেন, ২৭ জুন নাকি এটি রিলিজ হবে। যদিও মুক্তির সময় জানিয়ে যে ভিডিওটি দেওয়া হয়েছিল, সেটি পরে ডিলিট করা হয়েছে।

জানা যাচ্ছে, আগামী সিজন মনস্তাত্ত্বিক ট্রমা এবং মানসিক অবস্থার ওপর আরও বেশি করে অধারিত। এমনকী, এও জানা যাচ্ছে, এই সিজনে গি হুনের চূড়ান্ত পর্যায় দেখা যাবে। তাঁর সঙ্গে সঙ্গে এও দেখা যাবে, কিভাবে অপরাধবোধ – ক্ষতি এবং জীবনের চূড়ান্ত সময় পরিলক্ষিত হয়। তবে গেমের সঙ্গে সঙ্গে অদ্ভুত এবং রোমহর্ষক কিছু টুইস্ট আশা করা যেতে পারে।

বহুল প্রত্যাশিত সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায় ২৬ ডিসেম্বর। এ সিজনের গল্প শুরু হয় প্রথম সিজনের শেষ অংশ থেকেই। প্লেয়ার নাম্বার ৪৫৬ আবারও ফিরে আসে ভাগ্য পরীক্ষার মঞ্চে। তবে এবার প্রতিশোধের আগুন নিয়ে। সে কি পারবে জীবনের বিনিময়ে ভাগ্যবদলের এই খেলা বন্ধ করতে? নাকি এবারও মৃত্যুর কোলে ঢলে পড়বে অসংখ্য নিরীহ মানুষ। তা জানার জন্য হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা।

স্ট্রিমিংয়ের পর পরই সাড়া বিশ্বে রীতিমতো তোলপাড়। বলা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহে নন-ইংলিশ সিরিজগুলোর মধ্যে সবচেয়ে বেশী দেখা সিরিজ হিসেবে ইতিহাস করেছে এই কোরিয়ান সিরিজটি! হোয়াং দং-হিউক পরিচালিত এই সিরিজটি মুক্তির পরপরই বিশ্বের ৯২টি দেশে নেটফ্লিক্সের ১ নম্বর স্থান দখল করেছিল।

স্কুইড গেমের দ্বিতীয় সিজন মুক্তির আগেই রিনিউ করা হয়েছিল তৃতীয় সিজন, যেখানে ইতোমধ্যে শেষ করা হয়েছে সমাপ্তি পর্বগুলোর শুটিং। দ্বিতীয় সিজনে ৭ পর্বের সিরিজটি তৃতীয় সিজন আসার বার্তা রেখেই শেষ করা হয়। দ্বিতীয় সিজনের পোস্টারের ট্যাগলাইন, ‘খেলা শেষ হবে না’।

সিজন শেষে দেখা যায়, খেলা সত্যিই শেষ হয়নি। তৃতীয় সিজনের জন্য প্রস্তুত থাকতে হবে দর্শকদের। তাই তৃতীয় সিজনের জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। তবে বেশি অপেক্ষা করতে হচ্ছে না এবার। কয়েক মাসের ব্যবধানেই দেখা মিলতে পারে তৃতীয় সিজনের।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com