1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
সম্প্রতি নতুন এক রহস্যের ইঙ্গিত দিলেন প্রসূন-চঞ্চল — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

সম্প্রতি নতুন এক রহস্যের ইঙ্গিত দিলেন প্রসূন-চঞ্চল

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার পঠিত
রহস্যের

সম্প্রতি নতুন এক রহস্যের ইঙ্গিত দিয়েছেন ভারতীয় পরিচালক প্রসূন চ্যাটার্জী।

তার এ রহস্যের ইঙ্গিতে সামিল রয়েছেন দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও।

সোমবার ( ৩ জুলাই) রাতে পরিচালক প্রসূন তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন।

পোস্ট করা সে ছবিতে দেখা যাচ্ছে, তার সঙ্গে বসে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এ পোস্টের ক্যাপশনে প্রসূন লিখেছেন, এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!

তার এ চমকপ্রদ পোস্টে নেটিজেনরা এরই মধ্যে আন্দাজ করে নিয়েছেন যে,

পরিচালক প্রসূনের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা চঞ্চল।

প্রসূনের এ পোস্টের পরই ভক্ত শুভাকাঙ্খীদের শুভেচ্ছার পাশাপাশি তারকাদেরও মন্তব্যের বন্যায় ভাসছেন কলকাতার এ পরিচালক।

প্রসূনের ফেসবুক পোস্টে এরই মধ্যে কমেন্টস করে ফেলেছেন জ্যোতিকা জ্যোতি, মোস্তফা সরোয়ার ফারুকী, সুদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা।

যেমন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ‘বাহ’ এই একটিমাত্র শব্দে তার অনুভূতি প্রকাশ করেছেন।

অন্যদিকে মোস্তফা সরোয়ার ফারুকী শুভকামনা জানিয়ে লিখেছেন, পদ যেটাই হউক, শুভ কামনা, Prasun!

গুড টু সি টু অব মাই ব্রাদার্স টুগেদার! সুদীপ্তা চক্রবর্তী মজা করে লিখেছেন,

‘রান্না ভালো করতে গেলে এক্সপেরিয়েন্সড রাঁধুনিও তো লাগে, নাকি? Resume-টা পাঠিয়ে রাখব?’

তার উত্তরে পরিচালক লিখেন ‘কী যে বলো! আগে বাজার করা হোক।’

পরিচালকের এমন কথায় সুদীপ্তা রিপ্লাইয়ে জানান, তার বাজার করতেও ভালো লাগে।

ফেসবুক পোস্টের মাধ্যমে নতুন কাজ শুরু করার আভাস দিলেও ঠিক কী কাজ করতে চলেছেন,

ওয়েব সিরিজ না কি সিনেমা, কাহিনি কোনো কিছুরই তথ্য দেননি প্রসূন।

সে তথ্য জানার জন্য অবশ্যই কিছু সময় দর্শকদের অপেক্ষা করতে হবে

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com