1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
রাজ-পরীর বিচ্ছেদে মুখ খুললেন চয়নিকা চৌধুরী — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

রাজ-পরীর বিচ্ছেদে মুখ খুললেন চয়নিকা চৌধুরী

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পঠিত
রাজ-পরীর বিচ্ছেদে মুখ খুললেন চয়নিকা চৌধুরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত দম্পতি শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেন ।

দুই বছরের মধ্যে ভেঙে গেল তাদের সংসার। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজের উদ্দেশে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি।

রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

 

জানা যায়, ডিভোর্স লেটারে পরীমণি বিচ্ছেদের চারটি কারণ দেখিয়েছেন, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া, মানসিক অশান্তি। যা ইতোমধ্যে জনসম্মুখে এসেছে।

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে সবসময়য়ের সঙ্গী হিসেবে নির্মাতা চয়নিকা চৌধুরীকে দেখা যায়।

 

রাজ-পরী ইস্যু নিয়ে চয়নিকা চৌধুরী সময় সংবাদকে জানালেন,

আমার সঙ্গে পরী’র শেষ দেখা হয়েছে ওর-ই একটি অনুষ্ঠানে। ১৭ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠানের ঠিক শেষের দিকেই বলা যায়।

তেমন একটা কথা হয়নি ওইদিন। তারপর জাকি ভাই মারা গেলেন হাসপাতালে ছিলাম, ওই নিয়ে ব্যস্ততা গেছে।

রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে তিনি বললেন, ‘আমি এই ব্যাপারটা নিয়ে কিছুই জানি না। তাই কোন মন্তব্য করতে পারছি না। তবে পরীকে অনেক বার ফোন করেছি ও ফোন টা তোলে নি।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ।

মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com