বিশ্বকাপের আসরে লেজে গোবরে অবস্থা বাংলাদেশের। এরইমধ্যে অনুষ্ঠিত পাঁচটি ম্যাচের চারটিতেই বরণ করতে হয়েছে শোচনীয় পরাজয়। বিষয়টি নিয়ে হতাশ দেশের দর্শক। অনেকেই ভাবছেন, এমন কেউ কি নেই যিনি পরবর্তী ম্যাচগুলোতে কাণ্ডারির ভূমিকা রাখবেন। ঠিক এমন সময় সামাজিক মাধ্যমে জায়েদ খান জানালেন, এবার তাকেই মাঠে যেতে হবে।
জায়েদ বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে নিজের ফেসবুকে কয়েকটি ছবি দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাঠে আমারই যেতে হবে।’
এদিকে জায়েদ খানে এমন ঘোষণায় হাসির হুল্লোড় পড়েছে নে্টমাধ্যমে। এক নেটিজেন লিখেছেন, ‘আপনাকে ছাড়া সেমিতে ওঠার কোনো সম্ভাবনা নাই!’
কেউ আবার প্রশ্ন রেখেছেন, ‘কবে যাচ্ছেন?’ আরেক নেটাগরিক লিখেছেন, ‘ডিপজলের সেই চিরচেনা ডায়লগটা দিতে মন চায় এখন খুব।’
কয়েকদিন আগে জায়েদ জানিয়েছিলেন, এক সময় ভালো ক্রিকেট খেলতেন তিনি। পেস বোলার ছিলেন।
ক্রিকেট খেলার স্বপ্ন নিয়েই এসেছিলেন ঢাকার শহরে। যদিও তার এসব কথাবার্তা হাসির খোরাক জুগিয়েছে নেটাগরিকদের।
আরও পড়ুন: