1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিয়ে করলেন অভিনেত্রী পায়েল — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

বিয়ে করলেন অভিনেত্রী পায়েল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত

গত বছর জুন মাসে পাঞ্জাবি বয়ফ্রেন্ডের সঙ্গে বাগদান করেছিলেন ধারাবাহিক খ্যাত নাটকের অভিনেত্রী পায়েল দেব। এবার পাঞ্জাবি পোশাক ব্যবসায়ী শিখর টন্ডনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পায়েল। বিয়েতে লাল বেনারসি, সোনার অলংকারে নববধূ রূপে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। এদিন পায়েল বেনারসির সঙ্গে পরেছিলেন মানানসই সোনার ভারী গয়না। তবে বর বেছে নিয়েছিলেন পাঞ্জাবি সাজ।

ঘিয়ে রঙের শেরোয়ানি, পায়ে সাদা জুতো এবং মাথায় পাগড়ি— এমনই ছিল শিখরের সাজ। যদিও লগ্নের সময় বাঙালি বরের পোশাকেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য পায়েল বেছে নিয়েছিলেন হলুদ রঙের লেহেঙ্গা এবং ফুলের গয়না। চোখে ছিল নজরকাড়া পাথরখচিত রোদচশমা।

শিখরের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কোভিড কাল অনেকের কাছে অভিশপ্ত। কিন্তু আমার কাছে আশীর্বাদস্বরূপ। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিখরের সঙ্গে পরিচয় হয়েছে। সম্পর্কে জড়ানোর আগে যাচাই করে নিয়েছিলাম। ভাল করে মিশেছি। আমার মা-বাবারও ওকে পছন্দ হয়েছে। তারপর বিয়েতে রাজি হয়েছি।’

পায়েল জানান, বরাবরই ভিন্ন সংস্কৃতির মানুষকে সঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন তিনি। বিশেষ করে পাঞ্জাবি ছেলেকেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে পায়েলের স্বামীর জন্ম কলকাতাতেই। স্পষ্ট বাংলাও বলতে পারেন তিনি।

উল্লেখ্য, পায়েলের বিয়েতে টলিপাড়ার অনেকেই উপস্থিত ছিল। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ রয়েছে পায়েলের। তৃণমূলের সদস্য হিসেবেও পরিচিত তিনি। কিছু নির্বাচনী প্রচারেও দেখা গেছে। পায়েলের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com