1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা মারা গেছেন — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা মারা গেছেন

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মা মারা গেছেন। শুক্রবার (৭ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুনের মা শান্তি রানি চক্রবর্তী।

আজ সকাল থেকে মিঠুনের মায়ের মৃত্যুর খবর নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়ায়। পরে আনন্দবাজারের পক্ষ থেকে মিঠুনের কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়।

এ বিষয়ে নমশি চক্রবর্তী বলেন— ‘হ্যাঁ, খবরটা সত্য। ঠাকুমা আর আমাদের মাঝে নেই।’

তিন বছর আগে বাবা বসন্ত কুমার চক্রবর্তীকে হারান মিঠুন। এবার মাতৃহারা বলেন এই অভিনেতা।

পশ্চিমবঙ্গের জোড়াবাগানের বাড়িতে এক সময় চার ভাই-বোন ও মা-বাবার সঙ্গে থাকতেন মিঠুন।

মায়ানগরী মুম্বাইয়ে তার লড়াইয়ের গল্প প্রায় সবারই জানা। সংগ্রামের এক পর্যায়ে যশ-খ্যাতি লাভ করেন মিঠুন।

পরবর্তীতে তার মা শান্তি রানি চক্রবর্তীকে মুম্বাইয়ে নিয়ে যান। সেখানেই মারা যান তিনি।

মিঠুনের মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

এক টুইটে তিনি লেখেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com