ফারহান আখতারের ‘ডন টু’ ছবিতে শাহরুখ খান আর প্রিয়াংকা চোপড়াকে দেখা গিয়েছিল। এবার এর তৃতীয় সিকুইলে জুটি বেঁধে আসতে চলেছেন রণবীর সিং এবং কিয়ারা আদভানি। শোনা গিয়েছিল, ছবির নির্মাতাদের পছন্দের তালিকায় ছিল কৃতি শ্যানন আর কিয়ারা আদভানির নাম। কিন্তু রণবীর তাঁর নায়িকা হিসেবে কিয়ারাকে চেয়েছিলেন বলে জানা গিয়েছিল। কারণ, পর্দার বাইরে কিয়ারার সঙ্গে রণবীরের সম্পর্ক বেশ ভালো।
তাই এই বলিউড নায়ক পর্দায় তাঁর নায়িকা হিসেবে কিয়ারাকেই বেছে নিয়েছেন। আরও শোনা গিয়েছিল, কিয়ারার কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব রাখতে তিনি সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছিলেন। তবে ‘ডন থ্রি’র ‘জংলি বিল্লি’ হয়ে ওঠার জন্য কিয়ারা এক বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করেছিলেন।
বলিউড হাঙ্গামা অনলাইনের খবর অনুযায়ী, এই ছবির জন্য তিনি ১৩ কোটি রুপি পারিশ্রমিক হিসেবে চেয়েছিলেন। আর নির্মাতারা তা খুশি খুশি দিয়েছেন বলে খবর। কিয়ারার ক্যারিয়ারের সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক এটা।
ফারহান আখতারের ‘ডন থ্রি’ ২০২৫ সালে মুক্তি পাবে। তবে দর্শক ‘ডন’-এর ভূমিকায় আবার শাহরুখ খানকেই দেখতে চেয়েছিলেন। কিং খানের পরিবর্তে রণবীরের নাম ঘোষিত হওয়ায় আশাহত হয়েছিলেন সিনেমাপ্রেমীরা।
তাঁদের মতে, আসল ‘ডন’ শাহরুখ খান ছাড়া আর কেউ নন। রণবীর আর কিয়ারার জুটিকে দর্শক কতটা খোলা মনে স্বাগত জানাবেন, তা-ই এখন দেখার অপেক্ষা।