1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ওমরাহ থেকে ফিরেই নাম বদলালেন রাখি — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

ওমরাহ থেকে ফিরেই নাম বদলালেন রাখি

nobanno
  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত
ওমরাহ

মক্কা থেকে ওমরাহ করে দেশে ফিরলেন বলিউড ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। কয়েক দিন আগে তিনি সৌদি আরবে গিয়েছিলেন ওমরাহ করতে। সেখান থেকেই বৃহস্পতিবার সকালে ভারতে ফিরেন।

এদিন রাখি মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই তার কিছু ভক্ত তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। তিনি যখন মুম্বাই বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন,

তখন ফটোগ্রাফাররা তাকে ‘রাখি জি, রাখি জি’ করে ডাকতে থাকেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাখি নয়, ফাতিমা বলে ডাকুন।’

কিন্তু ওমরাহ করে আসার পর তিনি যে সবাইকে অন্য নামে তাকে ডাকতে বলছেন,

তবে কি তিনি খাতাকলমে তা বদলাতে চলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, ঈশ্বর আমাকে এভাবেই বানিয়েছেন। উনি চান না আমি খাতাকলমে আমার নাম বদলাই।

এদিকে ওমরাহ করতে মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরিফের সামনে তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাতে দেখা যায়, কেঁদে কেঁদে রাখি বলছেন—

‘হে আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা জানাতে এসেছি, আপনি বিচার করুন।’

গত বছর চুপিসারে মাইসুরুর ব্যবসায়ী আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি।

যদিও চলতি বছরে বিয়ের কথা জানান অভিনেত্রী। বিয়ের সময় ইসলামধর্ম গ্রহণ করেন, রাখি থেকে হন ফাতিমা।

কিন্তু মাস কয়েকের মধ্যেই অশান্তি। স্বামী আদিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। পারিবারিক সহিংসতার অভিযোগে জেলেও যেতে হয় রাখির স্বামীকে।

জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে অভিযোগের ঝুলি খুলে বসেছেন আদিল।

জীবনে যখন এমন ঝড় বইছে, সেই সময় শান্তির খোঁজে ওমরাহ করতে যান রাখি। পবিত্র মক্কায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন বলিউডের ‘ড্রামা কুইন’।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com