৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সহ অভিনেতার পুরস্কার জিতে নিলেন আমেরিকান অভিনেতা এবং আয়রন ম্যান তারকা রবার্ট ডাউনি জুনিয়র। ওপেনহেইমার সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পেলেন তিনি।
পুরস্কার জিতে রবার্ট ডাউনি জুনিয়র বলেন, আমি আমার ভয়ানক শৈশব এবং একাডেমীকে ধন্যবাদ জানাতে চাই।
বাফটা, গোল্ডেন গ্লোবস, ক্রিটিকস চয়েস এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জিতে অস্কারে যোগ্য দাবিদার ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র।
২০০৮ সালে আয়রন ম্যান সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী ঝড় তোলেন রবার্ট। লাইভ অ্যাকশনে ভরপুর এ সিনেমা সমালোচক এবং বক্স অফিসে শুধু প্রশংসাই কুড়ায় না, দর্শক সমাবেশে রীতিমতো হইচই ফেলে দেয়। তবে সুপার হিরো চরিত্রে এ সিনেমার অভিনয় তাকে এনে দিতে পারেনি অস্কার জেতার স্বাদ।
২০০৮ এর সেই না পাওয়ার আফসোস অবশেষে পূরণ হলো ২০২৪ এ অস্কারের মঞ্চে। আনবিক শক্তির জনক রবার্ট হাইমারের জীবনী নিয়ে নির্মিত ‘ওপেনহাইমার’ সিনেমায় অভিনয়ের জন্য এবার অস্কারের মঞ্চে পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতেন তিনি।
যদিও অস্কারে পার্শ্ব অভিনেতার বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়া মোটেও সহজ ছিল না রবার্টের। কারণ এ প্রতিদ্বন্দ্বিতায় রবার্টের সঙ্গে আরও চারজন গুণী অভিনেতা লড়াই করেছেন।