বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।
সোমবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিউবোর জনসংযোগ পরিদফতরের পরিচালক মো. শামীম হাসান।
তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। হ্যাকাররা বর্তমানে পেজটিতে অনাকাঙিক্ষত কনটেন্ট প্রদর্শন করছে।
বিউবো কর্তৃপক্ষ ইতোমধ্যে ফেসবুক পেজটি পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে। পাশপাশি প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
খুব শিগগিরই বিউবোর ফেসবুক পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন মো. শামীম হাসান। তিনি বলেন, সে পর্যন্ত বিউবোর ফেসবুক পেজের ফলোয়ারদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা হলো।