1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
হ্যাকিভিস্ট নামের একটি সাইবার গ্রুপ হুমকি দিয়েছিল সাইবার হামলার — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

হ্যাকিভিস্ট নামের একটি সাইবার গ্রুপ হুমকি দিয়েছিল সাইবার হামলার

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১৩ বার পঠিত
হামলার

বাংলাদেশে ১৫ আগস্ট সাইবার হামলার ঝড় বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিল ‘হ্যাকিভিস্ট’ নামের একটি সাইবার গ্রুপ।

হুমকির প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল।

তবে, মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর পর্যন্ত কোনো হামলার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)।

গত ৪ আগস্ট সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করে দেওয়া বিজ্ঞপ্তিতে সার্ট জানায়,

১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছে ধর্মীয় আদর্শিকভাবে অনুপ্রাণিত হ্যাকার দল।

৩১ জুলাই দেওয়া হুমকিতে হ্যাকার দলটি নিজেদের ভারতীয় বলে দাবি করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সংস্থা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক-বীমা,

ফার্মাসিউটিক্যালস, জ্বালানি ও শিক্ষা খাতের প্রতিষ্ঠানগুলো হ্যাকারদের প্রধান লক্ষ্য।

একই মতাদর্শের কয়েকটি হ্যাকার দলকে বাংলাদেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে নিয়মিত সাইবার আক্রমণ চালাতে দেখা গেছে।

এ হুমকির পর সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ২৯ সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আইসিটি বিভাগ।

এতে সংস্থাগুলো সাইবার নিরাপত্তার জন্য বিশেষ টিম গঠন করতে বলা হয়।

ইতোমধ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠান নিরাপত্তা টিম গঠন করেছে।

সার্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান বলেন, হুমকির ঘটনার পর সংস্থাগুলোর মধ্যে সচেতনতা বেড়েছে।

হুমকি দাতা গ্রুপকে এখনও শনাক্ত করা যায়নি। নিয়মিত মনিটর করা হচ্ছে।

নতুন কোনো হামলার ইঙ্গিত পেলে সবাইকে জানানো হবে।

তবে, নিজ নিজ সাইটের ও সার্ভারের নিরাপত্তার দায়িত্ব সংস্থাগুলোর নিজেদেরই নিতে হবে।

আরও পড়ুন

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com