1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
৪৯ হাজার কোটি টাকার বাজার মূলধন হারালো ডিএসই — Nobanno TV
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

৪৯ হাজার কোটি টাকার বাজার মূলধন হারালো ডিএসই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮২ বার পঠিত

সূচকের বড় পতনের মধ্যদিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন হারিয়েছে প্রায় ৪৯ হাজার কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪৮ হাজার ৭৫৮ কোটি টাকা বা ৬.৯৫ শতাংশ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল সাত লাখ এক হাজার ৮২৪ কোটি টাকা।

গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২০৫.০২ পয়েন্ট বা ৩.৭২ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক কমেছে ৫২.৬২ পয়েন্ট বা ৪.৩৪ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৬৬.২৯ পয়েন্ট বা ৩.৩৬ শতাংশ।

সূচকের বড় পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৭০ কোটি দুই লাখ টাকা; আগের সপ্তাহে যার পরিমাণ ছিল তিন হাজার ৮২১ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন কমেছে এক হাজার ৭৫১ কোটি ৩৯ লাখ টাকা।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩২.২৯ শতাংশ বা ২৪৬ কোটি ৭৮ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৫০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭৬৪ কোটি ২৮ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৩৩৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক কমেছে ৩.৭৬ শতাংশ এবং সিএসসিএক্স সূচক কমেছে ৩.৮৬ শতাংশ। সূচক অবস্থান করছে যথাক্রমে ১৫৪০৩.৩৭ ও ৯২৬৪.৮৬ পয়েন্টে।

এছাড়া সিএসআই সূচক ৩.৭৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩.৩৭ শতাংশ ও সিএসই-৫০ সূচক ৩.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০০৬.৭৫, ১১৮০১.১৮ ও ১০৯১.০৯ পয়েন্টে।সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫৮ কোটি ২২ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১৫৫ কোটি আট লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ২১৩ কোটি ৩০ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ২৫২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com