1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৮০ বার পঠিত

রোববার (৩ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৯ দশমিক ১৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৪ দশমিক ৬৮ পয়েন্ট কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৫ দশমিক ৩৫ পয়েন্টে। এদিকে ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৪০ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১১৯ দশমিক ৩৯ পয়েন্ট ও ১ হাজার ৩৫৪ দশমিক ৭০ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির কোম্পানির শেয়ারের, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি।

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ৬৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ৮৮৩ দশমিক ৭০ পয়েন্টে ও ১০ হাজার ৭১৮ দশমিক ০৫ পয়েন্টে।

এছাড়া সিএসআই সূচক কমেছে ৪ দশমিক ৪০ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ১৪৪ দশমিক ২৯ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৯ দশমিক ৩৬ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৮ দশমিক ২২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১৩ হাজার ৩৩৭ দশমিক ০৪ পয়েন্ট ও ১ হাজার ২৬৫ দশমিক ১২ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ৬ কোটি ৩২ লাখ ২৭ হাজার টাকার।

লেনদেন হওয়া ১৩৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫১টি কোম্পানি শেয়ারের, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com