1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১০ বার পঠিত

বিশ্ববাজারে চলতি বছর নিত্যপণ্যের দাম কমতির দিকে থাকার পূর্বাভাস দিয়েছে মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনোমিকস। চালের পাশাপাশি কমতে পারে আলু ও চিনির দাম। তবে সূর্যমুখী তেল ও কফির দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন চাল বিক্রি হচ্ছে ৩১৪ ডলারে। চলতি বছরের প্রথম প্রান্তিক তথা মার্চ শেষে এই দাম হবে ৩০২.৫৭ ডলার। আর চতুর্থ প্রান্তিক তথা বছর শেষে দাম কমে হতে পারে ২৮৫.৮৩৭ ডলার। অর্থাৎ চলতি বছর বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন চালের দাম প্রায় ১৭ ডলার কমার পূর্বাভাস মিলছে।

প্রতি ১০০ কেজি আলু বর্তমানে কেনাবেচা হচ্ছে ৩০ ইউরোতে। ২০২৫ সালের প্রতি প্রান্তিকেই কমতে কমতে বছর শেষে নিত্যপণ্যটির দাম ২৬ ইউরোতে নামার সম্ভাবনা দেখছে ট্রেডিং ইকনোমিকস।

সূর্যমুখী তেলের বর্তমান দাম প্রতি টন ১২৪৭ ডলার হলেও ঊর্ধ্বমুখী প্রবণতায়, মার্চ শেষে এই দাম বেড়ে দাঁড়াবে ১২৮৪ ডলারে। চলতি বছরের শেষ প্রান্তিকে যা হবে ১৩৩১ ডলার। অর্থাৎ চলতি বছর প্রতি মেট্রিক টন সূর্যমুখীর দাম বাড়বে প্রায় ৮৪ ডলার।

এদিকে প্রতি পাউন্ড কফি বিক্রি হচ্ছে ৩২০ ডলারে। বছরের প্রথম প্রান্তিকে এই দাম ৩৩০ ডলারে ঠেকতে পারে। বছর জুড়ে বেড়ে এই পানীয়টির দাম শেষ প্রান্তিকে এসে দাঁড়াবে পাউন্ড প্রতি ৩৫৮ ডলার।

আর প্রতি পাউন্ড চিনি বর্তমানে ১৯ ডলারে বিক্রি হলেও মার্চ শেষে বিশ্ববাজারে এই পণ্যের দাম কমে দাঁড়াবে ১৮ দশমিক ৮৫ ডলারে। তবে ডিসেম্বরে গিয়ে দাম কমে হতে পারে ১৭ দশমিক ৬০ ডলার।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com