এস আলম গ্রুপের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে নতুন বোর্ড গঠন করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে পরিচালনা পর্ষদ বাতিল এবং নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়।
তারা হলেন— রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।
এর আগে বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ।
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও ওষুধ বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে জীবননগর বাজারে ওই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে জীবননগর বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের অননুমোদিত ও মেয়াদ মূল্যবিহীন ওষুধ বিক্রির অপরাধে মেসার্স নুর ইউনানি ফার্মেসীকে ১০ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স মান্নান ইউনানি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে মেসার্স নাজিম স্টোরকে ১০ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স গাজি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করে জীবননগর থানা পুলিশের একটি টিম।
নবান্ন টিভি / শামসুজ্জোহা পলাশ
Related