আগামী ২০৩০ সালের মধ্যে রাজধানীতে ৬টি মেট্রোরেল চালু হবে বলে আশা প্রকাশ করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, এতে করে সিটির যানজট পুরোপুরি না কমলেও জনগণ সুফল পাবেন।
রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে আজ শুক্রবার সকালে এসব কথা বলেন কাদের।
কাদের বলেন, শনিবারের সুধি সমাবেশ নির্বাচনী সভা নয়, কিন্তু নির্বাচনমুখী কথা থাকবে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দেবেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুর যেমন সুফল পাচ্ছি। মেট্রোরেলের সুফল পেতে শুরু করেছি। তেমনি দ্রুতই এলিভেটেড এক্সপ্রেওয়ের সুফল পাওয়া যাবে।
আগামী বছর নাগাদ পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা যাবে। অক্টোবরের ১৬ তারিখে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত উদ্বোধন করা হবে।
দেশে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই উল্লেখ করে কাদের বলেন, আন্দোলনের তরঙ্গ থেকে সরকারকে ধাক্কা দিতে পারবে না বিএনপি। কেননা তারা নিজেরাই অস্তিত্ব সংকটে।
বিদেশিদের কাছে আওয়ামী লীগ নয়, বিএনপি ধরনা দিচ্ছে মন্তব্য করে কাদের বলেন, বিদেশিরা আমন্ত্রণ জানিয়েছে সেখানে আমরা গিয়েছি। বিদেশিদের কাছে দায়ে পড়ে ধরনা দেই নাই।
উন্নয়নের কারণে আওয়ামী লীগের জনসমর্থন বেড়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণকে কথা দিয়ে কথা রাখে।
আরও পড়ুন :