চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু পাচারকালে গত রোববার (১৮ আগস্ট)পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই ‘প্রথম’ বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা।

জানা যায়, রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে অস্ত্রসহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজিবি।
ওই কর্মকর্তা বলেন, এই ঘটনায় বিএসএফ ও বিজিবি মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসএফ কর্মকর্তারা বিজিবিকে বোঝানোর চেষ্টা করেন যে আটককৃতরা আসলে বিএসএফ কর্তৃক নিয়োগ পাওয়া ব্যক্তি। তারা এও বলেন, যে ইঞ্জিন বিকল হওয়ার কারণে তারা ভুলে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তারা বিজিবিকে দুই দেশের সুসম্পর্ক ও সীমান্তে সুষ্ঠু সমন্বয় নিশ্চিতে তাদের ফেরত দেওয়ারও আহ্বান জানান। তবে বিজিবি ফেরত না দিয়ে জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা মাঝিদের ফেরত দিতে পারবে না। তাদের স্থানীয় থানায় সোপর্দ করা হবে।
নবান্ন টিভি / মোঃ সিফাত রানা
Related