1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
১৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

১৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৭ বার পঠিত
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ০৪ জুলাই ২০২৪ খ্রিঃ ১৬.০০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের শাহ-মখদুম থানাধীন ১৮ নং ওয়ার্ডের অর্ন্তগত আলেকের মোড়ে (রাজশাহী কৃষি ব্যাংকের সাথে লাগোনো) জনৈক মোঃ আহানাফ শাহরিয়ার ওরফে নাকিবের চায়ের দোকানের সামনে অপারেশন পরিচালনা করে ১৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩৯০০/- টাকা, মোবাইল-০২ টি এবং সিম-০৩ টি সহ আসামী  ১। মোঃ সজিব (২১), পিতা-মোঃ সোলায়মান, সাং-বাগানপাড়া ১৭ নং ওয়ার্ড, থানা-শাহ-মখদুম; ২। মোঃ রাব্বী হোসেন (২১), পিতা-মোঃ মাসুদ রানা, সাং-কয়ের ডারার, ১৬ নং ওয়ার্ড, থানা-বোয়ালিয়া; ৩। মোঃ হৃদয় (২২), পিতা-মোঃ রানা, স্থায়ী সাং-দড়িখড়বনা, থানা-বোয়ালিয়া, বর্তমান সাং-মেহেরের মিল বাউসা, থানা-শাহ-মখদুম, সর্ব-মহানগর রাজশাহীগনদেরকে গ্রেফতার করে।
সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগনকে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ একে অপরের সহায়তায় অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে উক্ত ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগনকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামীগনদের বিরুদ্ধে রাজশাহী মহানগরের শাহ-মখদুমথানায় নিয়মিত মাদক মামলা রুজু করা প্রকৃয়াধীন।
নবান্ন টিভি/মোঃ সিফাত রানা

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com