1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে ফুডপ্যান্ডা’র ছাতা বিতরণ — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে ফুডপ্যান্ডা’র ছাতা বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার পঠিত

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছে ফুডপ্যান্ডা।

সম্প্রতি রাজধানীর উত্তরা, বসুন্ধরা, রামপুরা, গুলশান, কাকলী ও বিজয় সরণি এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনার কাজে অংশগ্রহণ করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মাঝে এসব ছাতা বিতরণ করেন ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আম্বারীন রেজা এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শহরের ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এবং যান চলাচল সহজ করতে শিক্ষার্থীদের অসামান্য প্রচেষ্টার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আম্বারীন রেজা।

এর আগে স্বেচ্ছাসেবীদের মাঝে খাবার ও পানীয় সরবরাহ করে তাদের পাশে দাঁড়ায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি। দেশ ও সমাজ সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীদের এমন গুরুত্বপূর্ণ অবদানগুলো সবসময় সাধুবাদ জানায় ফুডপ্যান্ডা।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com