স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা রাইফেল ক্লাবের আয়োজনে শুটিং রেঞ্জে শুটিং প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক ও ক্লাব সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু। আলোচনা সভা শেষে পদক বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন সহ- সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।
প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১৭ ও ১৭ প্লাস-এই দুই ক্যাটাগরিতে মোট ১৮ জন অংশ নেন। অনুর্ধ্ব ১৭ ক্যাটাগরিতে প্রথম: তাসফিয়া হাসান শাম্মী, দ্বিতীয়: মেহজাবিন স্নেহা এবং তৃতীয়: তানিসা। ১৭ প্লাস ক্যাটাগরিতে প্রথম: সিয়াম খান চৌধুরী, দ্বিতীয়: শাওয়াল এবং তৃতীয়: শিহাব মাহবুব। প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন ক্লাব কর্মকর্তা এম শহিদুল ইসলাম, মোহাম্মদ ইসা গাজী, ইসরাত আনোয়ার, মালিহা ইসরাত, নিবিড়, মুশফিক শাহরিয়ার ও নাফি।
নবান্ন টিভি / আব্দুর রশিদ