সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবু সাঈদ ও আবু জাহিদ দুই ভাই মিলে গড়ে তুলেছেন একটি মৎস্য খামার। ছয় থেকে সাত বছর ধরে মৎস্য চাষ করে আসছেন তারা। তাদের দেখে এলাকায় অনেকেই নতুন
মাছ চাষে আগ্রহী হচ্ছেন।
মৎস্য উদ্যোক্তা আবু জাহিদ জানান, বর্তমানে তাদের ছয়-সাতটি প্রজেক্টে ১২০-১৩০ বিঘা জমিতে মাছ চাষ হচ্ছে। জমিগুলো লিজ নিয়ে প্রজেক্ট তৈরি করেছেন। কয়েকটি প্রজেক্টে পাবদা মাছের চাষ করছেন, যা শিগগিরই বাজারজাত করা হবে। তবে অন্যান্য বছরের তুলনায় মাছের দাম কম থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, বাজারে মাছের দাম স্বাভাবিক হলে মৎস্য চাষিরা লাভবান হবে। মৎস্যচাষি আনারুল ইসলাম বলেন, ্য়ঁড়ঃ;আমার ঘের আবু সাঈদ ভাইয়ের ঘরের পাশে। এই এলাকায় বড় মাছ উৎপাদনে তার মতো উদ্যোক্তা খুব কম। প্রতি কেজি মাছ পাঁচ-ছয় কেজি পর্যন্ত ওজনের হয়। কিন্তু বাজারে ভালো দাম না পাওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়ছে।্য়ঁড়ঃ; আবু জাহিদ আরও জানান, আজ তার প্রজেক্ট থেকে ২০০-২২০ মণ মাছ বাজারজাত করা হচ্ছে। এগারোটি অক্সিজেন গাড়িতে করে প্রতি গাড়িতে ২২ মণ মাছ বাজারে পাঠানো হয়েছে। বড় মাছের চাহিদা থাকলেও দাম কম হওয়ায় চাষিরা কাঙ্ধিসঢ়;ক্ষত লাভ করতে পারছেন না। তিনি মাছের বাজার স্বাভাবিক রাখার আহ্বান জানান, যাতে চাষিরা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পায়।
নবান্ন টিভি/ আব্দুর রশিদ