1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন উপজেলা নির্বাহী অফিসার — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন উপজেলা নির্বাহী অফিসার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৪০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন নবাগত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি। বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবগঞ্জ পৌরসভাধীন ইসরাইল মোড়ে শিক্ষার্থী নাহিদ উজ জামানে ব্যক্তিগত উদ্যোগে গড়া শান্তি নিবিড় পাঠাগারের উপস্থিত হয়ে পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন,নাহিদ উজ জামান নিজ উদ্যোগে শান্তি নিবিড় পাঠাগার নির্মান করে জ্ঞান অর্জনের ব্যবস্থা করেছেন,যা শুধু শিবগঞ্জে নয়,চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি নজির সৃষ্টি করেছেন। শুধু তাই নয় তিনি বিভিন্ন ক্লাশের শতাধিক গরীব অসহায়দের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করে শিক্ষা অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন যা অবশ্যই সেবা মূলক কাজ। আমি তার পাঠাগারের নিবন্ধন ও সম্প্রসারণ সহ সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবো।এ সময় উপস্থিত ছিলেন শান্তি নিবিড় পাঠাগারের পরিচালনা কমিটির পরিচালক নাহিদ উজ জামান,সভাপতি কালাম আলি,সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম হেলাল,উপদেষ্টা সাংবাদিক ফয়সাল আযম অপু ও সাংবাদিক সফিকুল ইসলাম সহ পাঠাগারের পাঠকবৃন্দসহ অনেকে। উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলিকে ফুলেল তোড়া বরণ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাইশা খাতুন।

নবান্ন টিভি / মোঃ সিফাত রানা

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com