চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় রামাজুস ক্লাবের উদ্যোগে শহীদ আবু সাঈদ-মীর মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪অক্টোবর) বিকাল ৫ টার দিকে দর্শন পৌরসভার দক্ষিণ রামনগর ফুটবল মাঠে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপি সদস্য সচিব মোঃ শরিফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌরসভা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক কমিটির সদস্য মোঃ নাহারুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ, চুয়াডাঙ্গা জেলা উদীচির সভাপতি মোঃ জহির রায়হান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সাবেক জাতীয় ফুটবল টিমের খেলোয়ার মোঃ গিয়াস উদ্দিন পিনা, দর্শনা পৌর ছাত্রদলের সভাপতি আরাফাত রহমান প্রমুখ। #
নবান্ন টিভি / শামসুজ্জোহা পলাশ