লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা মুসল্লী পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে বানী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুলাই) নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান। মৃত বানী বেগম চলবলা মুসল্লী পাড়া এলাকার সাদেক আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রাধতে গিয়ে বানী বেগম বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।