1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মেহেরপুরে ঘুমন্ত যুবককে গলা কেটে হত্যা — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

মেহেরপুরে ঘুমন্ত যুবককে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পঠিত

মেহেরপুরে মুজিবনগরে আলম হোসেন (৩৫) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত মধ্যরাতে আলম হোসেনকে ঘরের মধ্যে ঢুকে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে।

আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।

বাগোয়ান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, রাতের আঁধারে কে বা কারা আলম হোসেনের শয্যা কক্ষে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সে মাদক কেনাবেচার সাথে জড়িত। আলম হোসেন বিএনপি পরিবারের সন্তান। এলাকাবাসী ও আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে আর্থিক লেনদেনের কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারে আলম।

মুজিবনগর থানার ওসি সাইফুল আলম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ কাজ করছে।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com