1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে — Nobanno TV
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

চট্টগ্রামে এক বৃদ্ধকে উদ্দেশ্য করে সম্প্রতি আলোচিত উক্তি ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় ক্ষিপ্ত হয়ে ওই কিশোরীর মাথায় গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে ওই বৃদ্ধের বিরুদ্ধে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াইজারো বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাটি এতোদিন ধামাচাপা থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়ে রোববার (২২ সেপ্টেম্বর)।

আহত কিশোরীর নাম পপি আকতার (১২)। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে আরও কিছু শিশু-কিশোরের সঙ্গে ওই কিশোরী নানাবাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ (৬৫) নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু-কিশোরদের সবাই ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ করে দুষ্টুমি শুরু করে। এয়ার মোহাম্মদ তখন ক্ষিপ্ত হলেও, শিশু-কিশোরদের কিছু না বলে ঘরে ঢুকে যান।

কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদ গরম পানি নিয়ে উঠানে আসেন। একপর্যায়ে কিশোরী পপি আকতারের মাথায় গরম পানি ঢেলে দেন। এতে পপি আক্তার চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি খেতে থাকে। এলাকার লোকজন পপিকে প্রথমে বাড়ির পুকুরের পানিতে ভিজিয়ে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পপি আকতারের নানা আমির হোসেন বলেন, ‘মা-বাবা হারা আমার নাতিকে ঘরে রেখে লালনপালন করছিলাম। বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলার সময় আমার চাচাতো ভাই এয়ার মোহাম্মদের সঙ্গে নানা হিসেবে দুষ্টুমি করেছে। কিন্তু এরপর গরম পানি দিয়ে ওরে ঝলসে দেয়া হলো।’

বিষয়টি আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আমি ঘটনা শোনার পর কিশোরীর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, কুমিল্লায় ইসলামিক বক্তা ও মাওলানা মোস্তাক ফয়েজি সম্প্রতি এক মাহফিলে এক বৃদ্ধকে শতর্ক করতে ‘মুরুব্বি মুরুব্বি, উঁহু উঁহু’ বলে উক্তিটি ব্যবহার করেছিলেন। এরপর নেট দুনিয়ায় ভাইরাল হয় উক্তিটি।

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com