1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মুক্ত আওয়াজ সম্পাদকের মায়ের মৃত্যুতে সোনারগাঁও দোয়া মাহফিল অনুষ্ঠিত — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

মুক্ত আওয়াজ সম্পাদকের মায়ের মৃত্যুতে সোনারগাঁও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৬১ বার পঠিত

সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এমএনামুল হক প্রিন্সের মাতা রেজিয়া বেগমের মৃত্যুতে ব্যাংকার সুলতান উদ্দিন আহাম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমার বুরুমদী বাসভবনে জামপুর, সোনারগাঁও ২৭ জুন, বৃহস্পতিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সম্পাদকের পিতা-মাতা ও এ কে এম মোজাম্মেল হকের স্ত্রী হুমায়রা শাহান সহ আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীর মৃত্যুতে দোয়া মাহফিল পরিচালনা করেন বুরুমদী জালাল মুন্সীবাড়ী জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোঃ আতাউর রহমান। উপস্থিত ছিলেন বুরুমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ হাফেজ মাওলানা আনোয়ার গাফফার।

সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স, ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম মোজাম্মেল হক, ব্যাংকার সুলতান উদ্দিন আহাম্মেদ ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক এ এস এম আশরাফুল হক শামীম, কার্য নির্বাহী সদস্য এ কে এম রিয়াজুল হক টিটু, সিরাজুল ইসলাম কমল, আমির হোসেন, সদস্য মাহাবুব আল ইসলাম সাদমান, মোবারক ভূইয়া, সাব্বির ভূইয়া প্রমুখ। বাদ জোহর বরুমদী জালাল মুন্সীবাড়ী জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। বাদ আছর বুরুমদী দক্ষিণপাড়া শাহী কবরস্থানে দোয়ার মধ্য দিয়ে সমাপ্তি হয়।

নবান্ন টিভি / এ এস এম এনামুল হক

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com