1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মা‌সোহারা দি‌য়েই চল‌ছে ঈদগাঁওর আট‌টি ইট ভাটা — Nobanno TV
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

মা‌সোহারা দি‌য়েই চল‌ছে ঈদগাঁওর আট‌টি ইট ভাটা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

ভৌগ‌লিকভা‌বে বন বিভা‌গের বিশাল বনভূ‌মি বে‌ষ্টিত ঈদগাঁও উপ‌জেলা। র‌য়ে‌ছে চোখ জোড়া‌নো ফসলি জ‌মি। বছর জো‌ড়ে যে প‌রিমান সাম‌ি‌জিক ও সংর‌ক্ষিত বনায়‌নের গাছ কাটা হ‌চ্ছে, চোরাই প‌থে পাচার হ‌চ্ছে খুব অল্প ক‌য়েক বছ‌রের ম‌ধ্যেই ঈদগাঁওর বন বিভা‌গের সংর‌ক্ষিত বনভূ‌মি বি‌লিন হ‌য়ে যা‌বে। চোরাই গা‌ছের এক‌টি অংশ কম মূ‌ল্যে লাকড়ি হি‌সে‌বে যায় ইট ভাটায়। উপ‌জেলা জু‌ড়ে বিস্তৃত অথচ দে‌শে যে ক‌’টি ইট ভাটা সরকা‌রি বি‌ভিন্ন দপ্ত‌রের অনু‌মোদন র‌য়ে‌ছে সেগু‌লো‌তেও ব‌নের কাঠ জ্বালা‌নো অ‌বৈধ। আর ইট ভাটার মূল কাচামাল হ‌লো এটেল মা‌টি। যার যোগান ফসলি জ‌মির টপ স‌য়েল। বছ‌রের এক‌টি নি‌র্দিষ্ট সম‌য়ে স্কে‌বেটা‌রের মাধ‌্যমে ফসলি জ‌মির টপ স‌য়েল লুট ক‌রে ইটভাটা মা‌লিক‌দের ছত্রছায়ায় থাকায় সি‌ন্ডি‌কেট। এক‌দি‌কে টপ স‌য়েল লু‌টের কার‌নে ফস‌লি জ‌মির দ্বীর্ঘস্থায়ী উর্বরতা নষ্ট হ‌চ্ছে অপর‌দি‌কে ব‌নের গাছ কাটার ফ‌লে উজার হ‌চ্ছে বন, বি‌লিন হ‌চ্ছে বিস্তৃত বনভূমি।

ঈদগাঁও উপ‌জেলান যে ক’‌টি ইটভাটা রয়েছে অধিকাংশই পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকা, সংরক্ষিত বনসহ শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ও ফসলি জমিতে স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে ইটভাটায় পোড়ানো হ‌চ্ছে বনের কাঠ এবং কাচামাল হি‌সে‌বে ব‌্যবহার হ‌চ্ছে ফস‌লি জ‌মির টপ স‌য়েল। কয়লার দাম গত বছরের চেয়ে তুলনামূলক বেশি থাকায় কয়লার পরিবর্তে ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ। এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মারাত্মক হুমকির মুখে রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র।

জানা যায়,টপস‌য়েল লুট ও সামা‌জিক বনায়‌নের গাছ কে‌টে পাচা‌রের শ‌ক্তিশা‌লি সি‌ন্ডি‌কেট নিয়ন্ত্রন ক‌রে ইটভাটার মা‌লি‌কেরা।
ইটভাটার এক কর্মচা‌রীর মতে, যত‌দিন ইটভাটা চালু থা‌কে ত‌তো‌ধিন প্রতি ইটভাটা থে‌কে প্রতি মা‌সেই ১৫ হাজার টাকা মা‌সোহারা পাঠা‌নো হয় ও উপ‌জেলা প্রশাসন‌কে ম‌্যা‌নেজ কর‌তে দি‌তে হ‌য়।

নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক এক ইটভাটা মা‌লিকের মতে, উর্ধতন কতৃপক্ষ ও সি‌ন্ডি‌কেট ম‌্যা‌নেজ করার জ‌ন্যে প্রতিবছরই এক মালিককে টাকা দি‌য়ে দেওয়া হয়। কেউ অভিযা‌নে আস‌লে সবার পক্ষ থে‌কে তি‌নিই সব ম‌্যা‌নেজ ক‌রেন, দেখভাল ক‌রেন। তবে মা‌লিক ও সংগঠন নেতা রেজাউল ক‌রিম সিকদারের মতে, ঈদগাঁও‌তে বর্তমা‌নে ৮‌টি ইট ভাটা চালু আছে। সবগু‌লোর শতভাগ কাগজ পত্র আছে এবং কোন ইটভাটায় লাক‌ড়ি পোড়া‌নো হয়না।

নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com