1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
মান্দায় সাবেক ছাত্রনেতার উপরে অতর্কিত হামলা, মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও ভাঙচুর — Nobanno TV
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

মান্দায় সাবেক ছাত্রনেতার উপরে অতর্কিত হামলা, মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও ভাঙচুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার পঠিত
Oplus_0

নওগাঁর মান্দায় কালিকগ্রাম জাগরনী ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৫টি মোটরসাইকেলে আগুন ও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে ।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালিগ্রাম জাগরনী ক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। জাগরনী ক্লাবের নতুন কমিটি গঠন করার লক্ষে সমাবেশ স্থলে সাবেক সভাপতি উপস্থিত হলে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে মারধর করে এতে সাবেক সভাপতি হীরাআহত হয়। উত্তেজিত অবস্থায় সাবেক ছাত্রনেতা, উত্তরা ডিগ্রী কলেজ শাখার সাবেক ছাত্রদল সভাপতি,শরীফ উদ্দিন তার সঙ্গীদের সাথে নিয়ে জাগরনী ক্লাব মাঠে এলে উত্তেজিত অবস্থায় থাকা ইউপি সদস্য রাজু আহমদের লোকজন অতর্কিত হামলা চালিয়ে পাঁচটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় এবং ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। শরীফ সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। ওই অবস্থায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও মান্দা থানা খবর দিলে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং মান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Oplus_0

হামলায় আহতরা হলেন, জাগরনী ক্লাবের বর্তমান সভাপতি আবু এহিয়া সরকার হীরা (৫৮), শরীফ উদ্দিন (৩৫), আব্দুল হাকিম (৩২) ও মিঠু হোসেন (৩৪)। আহত শরীফ হোসেন ও আব্দুল হাকিমকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা ও মিঠু হোসেন। এ ঘটনায় আহত শরিফ উদ্দিনের বাবা শাদাবুদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জাগরনী ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা জানান, ‘পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার রাতে সাধারণ সভার দিন ধার্য্য ছিল। ওই সভায় যোগদানের জন্য সন্ধ্যার পরে দেলুয়াবাড়ি বাজার থেকে একটি ভ্যান নিয়ে রওনা হই। রাত সাড়ে ৭টার দিকে ক্লাবের কাছে পৌছা মাত্র পূর্ব পরিকল্পিভাবে ইউপি সদস্য রাজু আহমদের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।’ সভাপতি হীরা সরকার আরও বলেন, এ সময় আমাকে বাঁচানোর জন্য শরীফ উদ্দিনসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে শরীফ উদ্দিন, আব্দুল হাকিম ও মিঠু হোসেন আহত হন। পরে রাজু আহমদের লোকজন ৫টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভাঙচুর করে আরও ৫টি মোটরসাইকেল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য রাজু আহমেদের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শরিফের বাবা শাদাবুদ্দিন এজাহার করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

 

নবান্ন টিভি / মোঃ ওয়াশিম রাজু

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com