1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ময়মনসিংহে ১৩ টি ইটভাটাকে ৭৮ লক্ষ টাকা জরিমানা — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

ময়মনসিংহে ১৩ টি ইটভাটাকে ৭৮ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পঠিত

৬ জানুয়ারী-২০২৪ ইং তারিখ রোজ সোমবার পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এর উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ও সদর উপজেলার মধ্যবাড়েরার পাড় ও উজান বাড়েরা নামক এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৫(১) ও ১৮(২) ধারা লংঘন করায় একটি ইটভাটাকে সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে।

৩ টি ইটভাটাকে আংশিক ভাঙ্গা হয়েছে এবং আরও ৯ টি ইটভাটাসহ মোট ১৩ টি ইটভাটাকে ৭৮ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ইটভাটাটিকে ভেঙ্গে দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন অভিযানের নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম ও মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের একদল সদস্য অভিযান পরিচালনা ও সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইটভাটার তালিকা সংযুক্ত করা হয়েছে।

নবান্ন টিভি/ সুমন ইসলাম

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com