1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
"বাংলাদেশ পুলিশের এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-১ম ষাণ্মাসিক ২০২৩ অনুষ্ঠিত" — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

“বাংলাদেশ পুলিশের এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-১ম ষাণ্মাসিক ২০২৩ অনুষ্ঠিত”

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের এসআই(নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-১ম ষাণ্মাসিক, ২০২৩ অপরাধতত্ত্ব (পুস্তক ব্যতীত) অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পদোন্নতি পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ও সভাপতি, পরীক্ষা পরিচালনা বোর্ড (ময়মনসিংহ রেঞ্জ), জনাব ড. মোঃ আশরাফুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ শরিফুর রহমান বিপিএম;পুলিশ সুপার (অপারেশনস্), রেঞ্জ অফিস, ময়মনসিংহ জনাব মোহাম্মদ নুরে আলম বিপিএম সহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় চলতি বছরও বাংলাদেশ পুলিশের এসআই(নিঃ) হতে পুলিশ পরিদর্শক(নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-১ম ষাণ্মাসিক ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহীকতায় ময়মনসিংহ রেঞ্জাধীন ইউনিট সমূহে কর্মরত নির্দিষ্ট সংখ্যক এসআই(নিঃ) পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্তীর লক্ষ্যে ইন্সপেক্টরশীপ পরীক্ষার আজকের বিষয় অপরাধতত্ত্ব (পুস্তক ব্যতীত) এ অংশগ্রহণ করেন। একই ভেন্যুতে পরীক্ষার্থীগণ গত ২৭-০৯-২৪ তারিখে আইন ও বিধি (পুস্তক সহ) এবং ২৮-০৯-২৪ তারিখে আইন ও বিধি (পুস্তক ব্যতীত) পরীক্ষায় অংশ নেন।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com