চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন: উপজেলার বৈরাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের আবুল কাশেম ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার।
এ বিষয়ে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, ‘হাতিগুলো চলাচলের রাস্তা না পেয়ে আক্রমণাত্মক হয়ে লোকজনকে তাড়া করে। ওই সময় একটি হাতি এলাকার আশ্রয়ণ প্রকল্পের বসবাস করা এক কৃষককে আক্রমণ করে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ দিকে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের একটি পাহাড় থেকে তিনটি হাতি নেমে আসে। এর মধ্যে দুটি হাতিকে স্থানীয়রা তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় উৎসুক জনতা তাদের দেখতে ঘর থেকে বেরিয়ে আসলে পেছন থেকে একটি হাতি এসে আক্রমণ করে। এতে রেহেনা নামে এক নারীর মৃত্যু হয়। এ ছাড়াও আরও দুজন গুরুতর আহত হয়েছেন।