২১ আগস্ট বুধবার নারায়ণগঞ্জ উত্তর থানার ৭ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশ স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর কর্ম পরিষদ সদস্য এইচ এম নাসির উদ্দিন। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই পানি পানি বলে শহীদ মুগ্ধর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবতার সংগঠন। তাই প্রতিশোধ নয় ভালোবাসার মাধ্যমে জামায়াতে ইসলামীর ছায়াতলে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর থানার সংগ্রামী আমীর আবুল কালাম আজাদ। থানা সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মনির হোসেন,৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি মোঃ রবিউল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ উত্তরের সেক্রেটারি মোঃ শিহাব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবান্ন টিভি
Related