পাইকগাছায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আছর বাদ সংগঠনের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, সদস্য মোহর আলী সরদার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, বিএনপি নেতা আবু মুসা, হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা শামসুজ্জামান, হুরায়রা বাদশা, ছাত্র নেতা সরজিত ঘোষ দেবেন প্রমুখ।
নবান্ন টিভি / তৃপ্তি রঞ্জন সেন