বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন অনিয়ম তুলে ধরে সারাদেশে একযোগে শান্তিপূর্ণ
মানববন্ধন কর্মসূচি পালন করেছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গায় আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সারে ১১ টায় শতভাগ গ্রাহক সেবা চালু রেখে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে পল্লীবিদ্যুৎ সমিতির শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহণ করেন।
এসময় তারা বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করাসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।
এছাড়া গ্রাহক প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার করে বিআরইবি ও পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/ অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি জানান।
Related