1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে পর্যটন শহর কক্সবাজার। যত্রতত্রে আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা ও সমুদ্র সৈকতের ঝাউবনে জমে থাকা বর্জ্য শুধু পরিবেশকে দূষিত করছে না, পর্যটকদের জন্যও অসহনীয় হয়ে উঠছে।

পর্যটন সেবীদের দাবী, বর্জ্য অপসারণে অবহেলা এবং নির্ধারিত স্থানের অভাব শহরের পরিবেশ এবং পর্যটন শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সাগরের স্বচ্ছ নীল জলরাশি, একের পর এক ঢেউ গর্জন, যা আছড়ে পড়ছে সাগর তীরে। কিন্তু এই সাগরতীরের বালুচরে ফেলা হয়েছে ময়লা। পড়ে রয়েছে পানির বোতল, চায়ের কাপ, চিপসের প্যাকেট ও পলিথিন। বালুচরে হাঁটতে গিয়ে বিব্রত ভ্রমণে আসা স্থানীয় ও দুরদুরান্তের নারী-পুরুষ পর্যটকরা।

অনেকে জানান, সৈকতের বালিয়াড়ি পাড়ে দেখা যায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, চায়ের কাপসহ নানা বর্জ্য পড়ে রয়েছে। যা খুবই বিব্রতকর লেগেছে। একদিকে সচেতনতার কথা বলে বালিয়াড়িতে প্লাস্টিকের রোবট দানব করা হয়েছে, কিন্তু কোন কাজ হচ্ছেনা এমনটাই মনে হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি প্রতিদিন ময়লা কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন লাইফ গার্ড কর্মী শুক্কুর। তিনি বলেন, বালুচরে প্রতিদিনই ফেলা হয় প্রচুর ময়লা-আবর্জনা। মূলত পর্যটকরাই বালিয়াড়িতে এসে এসব বর্জ্য ফেলছে প্রতিদিন। তাদের বললেও কাজ হয়না। বালুচরের অবস্থার চেয়েও ভয়াবহ অবস্থা সুগন্ধা পয়েন্টের। যেখানে বালিয়াড়ির সাগর লতায় ফেলা হচ্ছে প্লাস্টিকসহ নানা ময়লা-আবর্জনা, রাখা হচ্ছে টিউব। প্লাস্টিকের ময়লা-আবর্জনা খাচ্ছে গবাদি পশু আর বালিয়াড়িতে পুড়িয়ে ফেলা হচ্ছে প্লাস্টিকের বর্জ্যে। এতে ধ্বংস হচ্ছে সাগরলতাও। সমুদ্রসৈকত এলাকায় যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র সৈকতের ঝাউবনে জমে থাকা বর্জ্য শুধু পরিবেশকে দূষিত করছেনা, পর্যটকদের জন্যও অসহনীয় হয়ে উঠছে।

ঢাকা থেকে আসা পর্যটক হুমায়ুন কবির বলেন, যেখানেই হাটছি সেখানেই দেখতে পাচ্ছি শুধু ময়লা-আবর্জনা। যেমন রাস্তার পাশে, বালিয়াড়ির সাগরলতায়, ঝাউবাগান ও সাগরতীরে। সবখানে ময়লা-আবর্জনা। এসব দেখে একজন পর্যটক হিসেবে বিব্রতবোধ করছি। আরেক পর্যটক রবিন বলেন, ঝাউবাগানের ভেতরে ময়লা যে স্তুপ। মনে হয়, ঝাউবাগানের ভেতরে পিকনিক করে খাবারের প্যাকেটগুলো ফেলে রেখেছে। এসব কিন্তু ঠিক না। সাগর পাড়ের সৌন্দর্য কিন্তু নষ্ট হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনার প্রয়োজন রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, পৌরসভার সঙ্গে সমন্বয় করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলমান রয়েছে।

নবান্ন টিভি / এম আবু হেনা সাগর

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com