1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পঞ্চগড়ে বিক্রি করা জমির গাছ কেটে চাষ করে পুনরায় দখলের অভিযোগ — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বিক্রি করা জমির গাছ কেটে চাষ করে পুনরায় দখলের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের রহমতপুর হরিপুর এলাকায় বিক্রি করা জমি পুনরায় দখলের অভিযোগ উঠেছে আব্বাস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযুক্ত আব্বাস আলী মৃত দবির উদ্দীনের ছেলে। অভিযোগ রয়েছে, প্রায় ১০ বছর আগে তিনি রাকিবুল হাসান জানি নামে এক ব্যক্তির কাছে ৫১ শতক জমি তিনটি সাব কবলা দলিলের মাধ্যমে বিক্রি করেছিলেন। জমি কেনার পর জানি সেখানে গাছ লাগান।

ফেন্সি বেগম জানান, গত বছরের ৩ সেপ্টেম্বর তার স্বামী রাকিবুল হাসান জানি অসুস্থ হয়ে রংপুরে চিকিৎসাধীন ছিলেন। এ সুযোগে ২১ সেপ্টেম্বর আব্বাস আলী ২৫ শতক জমিতে মহেন্দ্র দিয়ে চাষ করেন এবং ৪ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৮৪টি গাছ কেটে নিয়ে যান।

বাধা দিলে প্রাণনাশের হুমকি, ফেন্সি বেগম বলেন, “আমি জমিতে গেলে আব্বাস আলী এবং তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সেসময় উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করেন।”

তিনি আরও জানান, থানায় অভিযোগ করলে অফিসার ইনচার্জ জমির কাগজপত্রসহ হাজির হতে বলেন। তবে আব্বাস আলী হাজির না হয়ে বাকি জমিতেও চাষ করেন। পরে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং আব্বাস আলীর বিরুদ্ধে মামলা হয়।

স্থানীয়দের বক্তব্য, স্থানীয় খবির উদ্দীন বলেন, “রাকিবুল হাসান জানি দলিল মূলে জমি কিনে ভোগদখল করছিলেন। সেখানে তিনি গাছ লাগান।”
আরেক স্থানীয় আনোয়ার হোসেন বলেন, “আব্বাস আলী বিক্রি করা জমি পুনরায় দখলের চেষ্টা চালিয়ে গাছ কেটে চাষ করেছেন।”

আব্বাস আলীর দাবি, আব্বাস আলী বলেন, “আমাকে হুমকি দিয়ে জমি লিখিয়ে নেওয়া হয়েছে।” তবে ফেন্সি বেগম দাবি করেন, জমি কেনা হয়েছে নগদ টাকায় এবং তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে।

পুলিশের বক্তব্য, বোদা থানার এসআই আব্দুস ছালাম বলেন, “ঘটনাস্থল তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।”

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

নবান্ন টিভি/ সুমন ইসলাম

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com