1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নোয়াখালী সুবর্ণচরে তাবলীগের সাদ পন্থীদের বিচার দাবিতে মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

নোয়াখালী সুবর্ণচরে তাবলীগের সাদ পন্থীদের বিচার দাবিতে মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত
oplus_2

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে তাবলীগে সাথীদের উপর সাদপন্থী বর্বরোচিত সন্ত্রাসী হামলাও হত্যার দ্রুত বিচারের দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এসময় উপস্থিত নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।

এতে অংশ নেন তাবলীগ জামায়েতের সুবর্ণচরের উপজেলা শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারকে বিতর্কিত করার পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র তারই অংশ হিসেবে তাবলীগ জামাতের উপর নগ্ন হামলা এবং তাবলীগের দাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ভারত ও ইসরায়েল পন্থী মাওলানা সাদ দীর্ঘদিন যাবত তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছে। কিন্তু বর্তমান সরকার ধৈর্যের মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে। এ সময় বক্তারা সাদ পন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, অন্যথায় ভবিষ্যতে এরা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করেন। এতাতীদের ষড়যন্ত্রের পূর্বের ইতিহাস তুলে ধরে তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এধরনের অপচেষ্টা রুখে দিতে উদাত্ত আহবান জানান বক্তারা।

সুবর্ণচর উপজেলার সকল মসজিদে সাদ পন্থিদের কার্যক্রম বন্ধ করতে হবে। যদি প্রশাসন দাবি না মানে তাহলে আমরা মহাসড়ক অবরোধ করব।এছাড়াও এতাতীদের ষড়যন্ত্রের পূর্বের ইতিহাস তুলে ধরে তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এধরনের অপচেষ্টা রুখে দিতে উদাত্ত আহবান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন মাওলানা আশরাফ আলী দিদার,মাওলানা ইসহাক আশরাফী, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মোবাশ্বেরুল বারী,মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইখতিয়ার,মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমূখ।

নবান্ন টিভি / মুজাহিদুল ইসলাম সোহেল

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com