1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নির্মাণাধীন কর ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

নির্মাণাধীন কর ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ বার পঠিত
খুলনায় নির্মাণাধীন কর ভবনের ছাদ থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।মৃত শ্রমিকরা হলেন: আশরাফুল, মামুন ও রাব্বি। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সোনারাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে ওই নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। তাৎক্ষণিক সহকমীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com