নরসিংদী পৌরসভার সিএনজি অটো রিকশা ও অটো বাইক হতে ইজারার টাকা উত্তোলনে বাধাপ্রাপ্ত হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ইজারাদার মেসার্স সাহিরা এন্টারপ্রাইজ এর মালিক ইব্রাহীম খলিল তুহিন।
আজ বুধবার দুপুরে নরসিংদীর শহরের জেলখানা গেইট এলাকার একটি রেষ্টেুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, বিগত ২০০২২-২৩ অর্থ বছর ও ২০২৩-২৪অর্থ বছরের জন্য নরসিংদী পৌরসভাধানী সিএনজি অটো রিকশা ও অটো বাইকের স্ট্যান্ড পরিচালনার জন্য মেসার্স সাহিরা এন্টারপ্রাইজ ইজারাপ্রাপ্ত হয়। সেই ইজারার নিয়ম অনুযায়ী প্রতিটি সিএনজি ও অটো বাইক থেকে টাকা উত্তোলন করা হচ্ছে। যার ভ্যাট ও ট্যাক্স সরকারী কোষাগারে নিয়মিত জমা দেয়া হয়। গত কয়েকমাস ধরে কতিপয় ব্যাক্তি বিভিন্ন মাধ্যমে ইহা অবৈধ চাঁদাবাজী বলে প্রচার করতে। যার ফলে ইজারা কার্যক্রমে ব্যাপক বাধার সম্মুখিন হচ্ছি। যার ফলে আমরা আর্থিকভাবে লোকসান গুনছি। এ কাজের সাথে জড়িত কর্মচারীরা বিষন অসুবিদায় জীবনযাপন করছে। এ পৌরসভার উন্নয়নের স্বার্থে সকল নিময় নীতি মেনে সরকারী বিধি মোতাবেক টেন্ডার আহবানের মাধ্যমে ইজারা প্রদান করা হয়েছে শুধু এ জেলার নরসিংদী পৌরসভা নয় সারাদেশের পৌরসভায় ইজারা কার্যক্রম অব্যাহত আছে, এ পৌরসভার বেলায় কেন চাদাঁবাজী সহ বিভিন্ন ধরনের অপ্রচার করা হচ্ছে।
আমরা সরকারী বিধি মোকাবেক নিয়মতান্ত্রিভাবে পৌরসভার বৈধ ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছি, আমাদের লোকজন কোন অবৈধ কার্যক্রম চাঁদাবাজীর সাথে জড়িত নেই, চাঁদাবাজীর বিরোদ্ধে আমরা সব সময় সুচ্ছার আছি । আমাদের বৈধ ইজারাকে অবৈধ চাঁদাবাজী বলে অপ্রচার করা হচ্ছে । সংবাদ সম্মেলনে বৈধ ইজারাদারের বিরোদ্ধে অপ্রচার বন্ধের জোর দাবি করছি। এই বিষয়টি সকলের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য গনমাধ্যমের প্রতি অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে বিভিন্ন সিএনজি ও অটোবাইক এর মালিক ও চালকগণসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নবান্ন টিভি / বশির আহম্মদ মোল্লা