1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা; সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা; সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পঠিত

তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা। তীব্র শীতে বিপর্যস্ত এখানকার জনজীবন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৬ শতাংশ।

মৃদু শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ার পাশাপাশি সূর্যের দেখা না মেলায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

গতকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান।

তিনি জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শুক্রবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

এদিকে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও, বৃহস্পতি ও শুক্রবার থেকে শীতের প্রকোপ বেড়েছে। শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষজনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে সকাল থেকে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা গেছে। শিশু ও বয়স্করা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

নবান্ন টিভি/ শামসুজ্জোহা পলাশ

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com