1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ বার পঠিত
বিগত বছরে আধুনিক শিক্ষার নামে যে অপশিক্ষা চালু করেছিল স্বৈরাচারী সরকার, এতে সমাজে ইভটিজিং মাদক সহ নানান অপকর্মে জরিয়ে ছিল পুরো শিক্ষা সমাজ, এই ভয়াল ছোবল থেকে শিক্ষিত সমাজকে উদ্ধার করতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখা অগ্রণী ভূমিকা পালন করবে মতবিনিময় সভায় এসব কথা বললেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুল জব্বার। ৭ সেপ্টেম্বর শনিবার বিকালে নারায়ণগঞ্জ শেরে বাংলা রোড শহর শাখায় মতবিনিময় সভায় আরো বলেন বাংলাদেশের সাড়া জাগানো অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষার অন্যতম রুপকার তানযীমুল উম্মাহ হিফয খানায় শিক্ষার কোনো বিকল্প নেই। আমি আশা করবো নারায়ণগঞ্জের এই শাখা থেকে দেশ দেশান্তরে জ্ঞানের আলো ছড়িয়ে পরবে। তানযীমুল উম্মাহ নতুন যাত্রায় নতুন ভাবে সম্মিলিত ভাবে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ডিরেক্টর মো আসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক সোনারগাঁ শাখার ম্যানেজার মাওলানা সাইফুদ্দিন মুনির, ফতুল্লা শাহ ফতেহ উল্লাহ কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ নাসির উদ্দিন, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার যাত্রাবাড়ী শাখার প্রিন্সিপাল মাসাউদুর রহমান, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল মাওলানা কবির হোসাইন প্রমূখ। আরো অনেকে। এসময় বক্তারা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড তবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, নয়তো জাতী ধংসের দ্বারপ্রান্তে পৌছে যাবে। তাই আসুন একটি কম্পিলিট শিক্ষা ব্যবস্তা তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় আমাদের বাচ্ছাদের ভর্তি করাই, একটি সু শিক্ষিত সমাজ উপহার দেই। নবান্ন টিভি/ সুমন ইসলাম

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com