ঢাকার বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকরা। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা শহীদ রবিউল ইসলাম সড়কের রেজিষ্ট্রী অফিসের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের হত্যা, তাদের ওপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই হামলা অব্যাহত রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এবার ওই হামলার শিকার হয়েছেন দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদকসহ চার সংবাদকর্মী। ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান সাংবাদিকরা।
দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি জামান আকতার, এসএ টেলিভিশনের প্রতিনিধি বিপুল আশরাফ, চ্যানেল আই ও জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রাজিব হাসান কচি, জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি শামসুজ্জোহা রানা প্রমুখ।
নবান্ন টিভি/ সুমন ইসলাম