1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
টুঙ্গিপাড়ায় ৭১৪ শিশু র কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণ — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় ৭১৪ শিশু র কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭৬ বার পঠিত

আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯ টায় আয়োজন করা হয়, টুঙ্গিপাড়া উপজেলার ১০২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১৪  শিশু শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ ই মার্চের ১৯ মিনিটের ১ হাজার ১০৮ শব্দের কালজয়ী ঐতিহাসিক ভাষণ।

বঙ্গবন্ধু সাজে সজ্জিত শিশুদের কণ্ঠে “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম” উচ্চারিত হওয়ার পর হেলিপ্যাড মাঠ যেনো পরিণত হয় রেসকোর্স ময়দানে। আর ইতিহাস যেনো ক্ষণিকের জন্য ফিরে যায় ১৯৭১ সালের ৭ই মার্চের সেই প্রদীপ্তময়ক্ষণে।

এদিন বঙ্গবন্ধুর উনিশ মিনিটের সেই ভাষণ পুরোটাই মুখস্ত করে এসেছিলো ১০২ টি শিক্ষার প্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থী। তাদের ভাষণে মুগ্ধ হন অতিথি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ উপস্থিত সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকার।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, বঙ্গবন্ধু হৃদয়ে উৎসারিত ১ হাজার ১০৮ শব্দমালার সুনিপুণ বুনন বাঙালি জাতিকে দিয়েছে স্বাধীনতা মাতৃভূমি ও অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ। তাই কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে ৭ ই মার্চের ভাষণ তাদেরকে আত্মস্থ করানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি এলাকার উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদউল্লা খন্দকার বলেন, ৭১৪ জন শিক্ষার্থী বঙ্গবন্ধুর ১৯ মিনিটের সেই কালজয়ী ভাষণ মুখস্ত বলেছে। এরকম একটি ৭ ই মার্চ টুঙ্গিপাড়ার ইতিহাসে বিরল। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের বলেন, ৭ মার্চের এই অনুষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ায় ভিন্নমাত্রা যোগ করেছে।

ভাষণ শেষে ১১০৮ টি শব্দ সংবলিত প্লাকার্ড নিয়ে ও বেলুন উড়িয়ে “৭ই মার্চের শব্দ শোভাযাত্রা” নামে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতার সমাধিতে গিয়ে শেষ হয়। পরে শিশু শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা  সেখানে উপস্থিত ছিলেন।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com