1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
টিসিবি'র পণ্য সার্বিক তদারকি করছেন সাবেক কাউন্সিলর আফজাল — Nobanno TV
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

টিসিবি’র পণ্য সার্বিক তদারকি করছেন সাবেক কাউন্সিলর আফজাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণের পরও নাসিক ২৪ নং ওয়ার্ডের তিন তিন বারের সফল সাবেক কাউন্সিলর আফজাল হোসেন গতকাল ৩০ সেপ্টেম্বর সোমবার টিসিবি’র পন্য তদারকি করছেন।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নাসিক সহ ১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণের প্রজ্ঞাপন জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ, ২০২৪দ এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি করপোরেশন সমূহের কাউন্সিলরদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো। কিন্তু নাসিক ২৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আফজাল হোসেন তার নিজ এলাকায় টিসিবি’র পণ্য সঠিক, সুষ্ঠু ও সুন্দর ভাবে বিতরণ হচ্ছে কিনা তদারকি করছেন এবং ওয়ার্ড বাসীর সহযোগিতা কামনা করেন।

এসময় তিনি বলেন, মানব সেবা পরম ধর্ম,ইবাদতের একটি অংশ।

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com