অবশেষে জামিন পেয়েছেন বন্দরের আলোচিত নারী মিনারা আক্তার(১৯)।
গত ২৬ সেপ্টেম্বর স্বামী কর্তৃক মামলার প্রেক্ষিতে তাকে
গ্রেপ্তার করা হয়। পরবর্তী ২৯ সেপ্টম্বর রবিবার আদালতে তোলা হলে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ বিচারক ইমরান মোল্লা পাঁচ (৫) দিনের জামিন মঞ্জুর করেন।
জামিন হওয়া ওই নারী বন্দর উপজেলার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মোঃ ছলিম মিয়ার মেয়ে।
জানা গেছে, পরকীয়া প্রেমে আসক্ত মিনারা’র জীবন ছিলো উশৃংখল। স্বামী ইয়াসিন আলভী এ ব্যাপারে একাধিক বিচার শালিস করলেও ওই নারী সংশোধন হয়নি। তার বিরুদ্ধে একাধিক ফেইসবুক, টিকটক, ইমো আইডি ব্যবহার করে দেশে বিদেশে ভিডিও কলে অসামাজিক কাজেও লিপ্ত ছিলো।
গত ১৩ এপ্রিল সকালে মিনারা আক্তার তার স্বামী ইয়াসিন আলভী নবীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অজ্ঞাতভাবে ১টি স্বর্নের শীতা হার, স্বর্নের ১ জোড়া কানের দুল, ১টি স্বর্নের চেইন, ১ জোড়া স্বর্নের হাতের বালা, ১টি স্বর্নের টিকলী সর্ব মোট ১২ ভরি স্বর্নালংকার যাহার আনুমানিক মূল্য ১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা নিয়ে মিনারা আক্তার তার বাবার বাড়ি নোয়াদ্দা চলে যায়।
ভুক্তভোগী ইয়াসিন আলভী বাদী হয়ে বন্দর থানায় গত ১৪ জুলাই একটি মামলা দায়ের করেন। মামলার আসামী করা হয় মিনারা আক্তার, তার পিতা মোঃ ছলিম, তার মা ময়না আক্তার, মোঃছলিম এবং তার বড়ো বোন সোনালী আক্তারকে।
মামলার প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বন্দর থানার এস আই ওবায়দুর রহমান ফোর্স নিয়ে আসামী মিনারা আক্তারকে তার বাবার বাড়ি নবীগঞ্জ নোয়াদ্দা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। পরবর্তী সময়ে ২৯ সেপ্টেম্বর রবিবার নারায়ণগঞ্জ বিচারীক আদালতে বিজ্ঞ বিচারক ইমরান মোল্লা পাঁচ(৫) দিনের জামিন মঞ্জুর করেন আসামী মিনারার।
Related