1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চুয়াডাঙ্গা শীতের দাপট , দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ রেকর্ড — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

চুয়াডাঙ্গা শীতের দাপট , দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ রেকর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পঠিত

চুয়াডাঙ্গায় আবারো শীতের দাপট শুরু হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গত কয়েকদিনে দিনের তাপমাত্রা বেড়ে গরম ও রাতের তাপমাত্রা কমে শীত অনুভূত হওয়ায় চুয়াডাঙ্গায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বর্হিবিভাগে রোগীর চাপ বেশি। অধিকাংশই ঠান্ডা আর সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শীত উপেক্ষা করে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে। হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের সন্ধানে শহরে এসে অনেকে কাজ পাচ্ছেন না বলে জানিয়েছেন। শীত উপেক্ষা করে রিকশা–ভ্যান নিয়ে শহরে এসে পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না চালকেরা।

নবান্ন টিভি/ শামসুজ্জোহা পলাশ

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com