চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের বাসট্যান্ড তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় ৩য় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামের (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ ৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যার আগে শিয়ালমারি পশুহাট থেকে ছেড়ে আসা গরু বোঝাই করা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে তার মর্মান্তিক মৃত্যু হয়।
সে দামুড়হুদা উপজেলা সদরের বসতী পাড়ার জহুরুল ইসলামের ছেলে এবং দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেল ৬ টার দিকে কয়েকজন শিশু দামড়হুদা তেল পাম্পের সামনে জামগাছ থেকে জাম পাড়ছিল। হঠাৎ তাদেরকে কুকুরে আক্রমণ করে। কুকুর থেকে বাঁচতে শিশুরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। এ সময় রাকিবুল দ্রুত রাস্তা পার হতে গেলে জেলার জীবননগর শিয়ালমারি হাট থেকে চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়া গরু বোঝাইকৃত একটি দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লেগে পাকা রাস্তার উপর সে ছিটকে পরে।
স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ শুনে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গরু বোঝায় ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে জেনেছি। এখনো পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি।
নবান্ন টিভি/ শামসুজ্জোহা পলাশ