1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চান্দ্রা বাজার ব্লাড ডোনারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

চান্দ্রা বাজার ব্লাড ডোনারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ বার পঠিত

২৫ ডিসেম্বর ২০২৪ইং রোজ বুধবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার ব্লাড ডোনারের কমিউনিটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “ফ্রি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে চান্দ্রা বাজার নূরিয়া ফাযিল মাদ্রাসায়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকে এই ফ্রী মেডিকেল ক্যাম্পিং। মেডিকেল ক্যাম্পে তিনজন ডাক্তার উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন।যে সকল চিকিৎসক সেবা প্রদান করেন তারা হলেন ডাঃ মোঃ ইউনুস খান,ডাঃ মোঃনোমান মিজি, ডাঃ শাহনাজ পারভীন সাথী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাগণ, প্রতিষ্ঠাতা সদস্যরা ও কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা।

সভাপতি শাহ মোঃ মোজাম্মেল বলেন করোনা কালীন সময়ে থেকে আমাদের হাঁটিহাঁটি পা পা করে পথচলা শুরু সংগঠনটি।মানবিক কল্যাণে রক্তদানে সচেতনতা বৃদ্ধি জরুরি ভিত্তিতে রক্তদাতা খুঁজে পাওয়া সহ নানাবিধ কাজ করে যাচ্ছে এই কমিউনিটি। আমরা ধারাবাহিকতা ধরে রেখে এবং সামনে এগিয়ে যেতে সদা প্রস্তুত, সংগঠনের দাতা সদস্য আজীবন দাতা সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সহায়তা করার জন্য । আমরা এখন পর্যন্ত প্রায় ৩ হাজার রোগীর জন্যই রক্তের ব্যবস্থা করে দিসি, এখনো দিচ্ছি। ফ্রী মেডিকেল ক্যাম্পিং এ বিনামূল্যে ঔষধ ও সরবরাহ করা হয়েছে।ফ্রী মেডিকেল ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ,আকবর পাটওয়ারী, শাহজালাল পাটওয়ারী,বাবু পাটওয়ারী, সহঃপরিচালক ফয়সাল পাটওয়ারী সভাপতি শাহ মোঃ মোজাম্মেল সেক্রেটারি জেনারেল আহম্মেদ জীহাদ অর্থ সম্পদাক মীর্জা আল-আমিন, সিয়াম,রহমতুল্লাহ,রায়হান,নাসিম সহ আরো অন্যান্য সদস্যরা।

নবান্ন টিভি/ মোঃ কামরুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com