চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ ও চেম্বারের পরিচালনা পরিষদের এর বিরুদ্ধে গত ৩১ আগষ্ট ২৪ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ দিয়ে চেম্বারের পরিচালনা পরিষদের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের সদস্যরা।
১১ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় টাউন হলে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত ব্যবসায়য়ী স্বার্থ উন্নয়ন ফোরাম এর আহবায়ক মনোয়ারুল ইসলাম ডালিম।
পরে সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তর প্রর্ব পরিচালনা করেন বর্তামান চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। আব্দুল ওয়াহেদ বলেন ষড়যন্ত্র ত্যাগ করে সকলকে নির্বাচনে অংশ গ্রহন করার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে এলাকার স্থানীয় ব্যবসায়ী নেতৃবন্দন উপস্থিত ছিলেন।